সময় আক্ষেপ

সময় ভেসে যায়, উড়ে যায়, হারিয়ে যায়।
যায় কিন্তু সময়। আপনি এই সময়ের স্রোতের যাত্রী মাত্র।


আমরা অনেকে চাই সময়কে ফিরিয়ে নিয়ে, যত ভুল সব শুদ্রে নিতে। জীবনকে জীবনের মত সাজাতে। আমরা কি পারি? পারিনা পারবনা।

আপনি কাউকে ভীষণ ভালোবাসেন। আবার তার সাথে আপনার আরী ও বেশী।

এই হঠাৎ করে রেগেমেগে পৃথিবীর যত নিকৃষ্ট ভাষা আছে তা প্রয়োগ করে দিলেন প্রিয় মানুষটির উপর।

দেখবেন এই আপনার প্রিয় মানুষটা, খুব করে দুরে চলে যাবে, কারণ আপনি রাগে হোক, যেভাবেই হোক, কষ্ট যেহেতু দিয়েই বসছেন, থাকবে কিভাবে?

তার নিজস্ব সত্ত্বা রয়েছে, নিজের কাছে প্রশ্ন করে আপনার অসভ্য ভাষার কাছে হেরে দিয়েছে, এতদিনের জমানো ভালোবাসা।

এই আপনার খানিক বাদে মনে হবে, এই আমি কি করলাম। কেন করলাম, তখন আপনার অনুতাপ হবে।

কথা বলতে চাইবেন। পা ধরে মাপ চাইতে চাইবেন। কারণ আপনি যে তাকে চান।

ভেবে দেখেন যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসতেন, যে আপনাকে ভালোবাসতো।

সে এখন পাশে নেই, সে থাকবেনা, সে আপনার ব্যবহার সহ্য করতে পারেনি।

অনুতাপ বেড়েই চলল, আর ওদিকে রাগ অভিমান সব।

দূরত্ব বাড়ল, সম্পর্ক চোখের পলকে হারিয়ে গেল।

সময় এগোলো বয়স বেড়ে চলল। দুজনেই চেষ্টা করলেন এগিয়ে গিয়ে বাঁচতে, কিন্তু আদৌ কি এভাবেই ভুলে থাকা যায়?

দুজন দুজনকে না ভালবাসতেন? এভাবে হারিয়ে যেতে দিবেন? এই তুচ্ছ, ক্ষণস্থায়ী রাগ, ইগো জিততে দিবেন?

এটা এক, একজনের জীবনে এক এক রকম। কেউ চাইবে ফিরে যাই, তার জন্য ফিরে যাই। আমাদের ছোট্ট করে শুরু হওয়া আমাদের পৃথিবীতে ফিরে যাই।

কারো রাগ, ইগো জিতে যাবে।

যদি আপনি এই দলের হন, আপনি যদি সামনের দিকে না আগাতে পারেন। আপনার তখন নিজের উপর ধিক্কার, কষ্ট আর অনুতাপ করেই জীবন কেটে যাবে।

তখন আপনার সময়ের কাছে যেতে ইচ্ছে করবে, ফিরিয়ে নিয়ে নিজেকে শোধরাতে চাইবেন। নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে রাখতে চাইবেন।

আবার তখন ফিকে ফিকে ঝাফসা আলো এসে বলবে কানে, সে কি তোমাকে ভালবেসেছিল, নাকি তরীর উপর বাঁধ ভাঙ্গা ঢেউয়ের মত উদাসীন করে হাড়িয়ে গেল?

সময় থাকতে পরিবর্তন হয়ে যান, প্রিয় মানুষকে ধরে রাখুন। যাদের যায়, তারা এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে, পালিয়ে বেড়ায়।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts