আকুতি

অশ্রু বারি নয়ন আমার, ঝাপসা লাগে চারপাশ।
অনুভূতি গুলো নিয়ন্ত্রণ করার ধৈর্য হারিয়ে ফেলেছি।
কথা বলার শক্তি নেই, হতাশা কষ্ট জাপ্টে ধরে আছে।
দূর্মুর করে হৃদয়ে বর্ষণ হচ্ছে, কালো ধোঁয়া আমাকে গ্রাস করে ফেলেছে।
স্বপ্নগুলো কাঁচের মত টুকরো টুকরো হয়ে গেছে।
মনে হচ্ছে মরুভূমির মাঝখানে দাড়িয়ে আছি, কোথাও কিচ্ছুটি নেই।
দাবানলে আছড়ে পড়েছি, সেকি এক দুর্বিষহ কষ্ট।
পাঁজর বেয়ে শীতল হাওয়া বইছে, অদ্ভূত এক মায়া আমাকে হাতশানি দিচ্ছে।
এই পৃথিবীতে যেন আমার এক বিন্দু ঠাই নেই।

তবুও হাসি, তবুও অপেক্ষা করি। তবুও হৃদয়ে আশার আলো জ্বালিয়ে আছি।
তুমি আসবে এসে আমার মলিনতাকে দূরে ঠেলে, হৃদয়ে জাপ্টে থাকবে।
আবারো মিথ্যে স্বপ্ন বোনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তুমি আসবে………….

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts