ভাল রাখা

কাউকে ভাল রাখতে হয়ত কারো জীবন দিয়ে দিতে হয়, অথবা কেউ সামান্য কিছুতে ভাল থাকে।

আপনি কাউকে ভীষণ ভালবাসেন আপনি অবশ্যই চাইবেন সে যেন ভাল অনুভব করে আপনার কাছে।

আপনার থেকে যেন কোন কষ্ট না পায়। আপনি তাকে আপনার জীবনের একজন গুরুত্তপূর্ণ মানুষ বানান।

ধরেন আপনি তাকে অনেক চেষ্টা করেও ভাল রাখতে পারছেন না। সে মনে করে আপনি তাকে প্রেসার দিচ্ছেন, সে কষ্ট অনুভব করে।

তাহলে এইজে আপনি অনেক ভালবাসলেন তার মূল্য কোথায়? প্রশ্ন হয়ে যায়না আপনার ভালবাসায়?

পৃথিবীর প্রত্যেক টা প্রেমিক অথবা প্রেমিকা চায় তার ভালবাসার মানুষ কষ্টে না থাকুক। সে যেন সুখী থাকে, কোন প্রেসার অথবা পেইন না অনুভব করে।

কিন্তূ যদি আপনি না চাইতেও তাকে কষ্ট দেন, প্রেসার দেন।

এটা কি তাহলে আপনার ভালবাসা হল?

তাহলে কি করা যায়, কিভাবে তাকে ভালো রাখা যায়, অবশ্যই যাতে সে প্রেসার অনুভব করে সেগুলো না করা। কিন্তূ যদি আপনি চাইতেও তার কাছে আপনি সেই একই হলেন, যে তাকে ভালো রাখতে পারছেন না।

এখানে তাহলে আপনি তাকে জোর করে ভালবাসতে চাইবেন অথবা চাইবেন সে যেন ভাল থাকুক।

আপনি যদি সত্যি তাকে খুব ভালবাসেন অবশ্যই চাইবেন সে যেন প্রেসার অথবা পেইন না অনুভব করে।

তাহলে কি করতে হবে? হ্যাঁ যতই কষ্ট হোক আপনার তার জীবনে থেকে চলে আসতে হবে। তাকে নিজের সুখ খুঁজে নিতে দিন। আপনি চান সে যেন ভাল থাকুক।

তার সাথে আপনি যোগাযোগ না রাখলে, কথা না বললে হয়ত আপনার পাজর বেয়ে কান্না আসবে। নিজেকে সামলাতে পারবেন না। তবুও তো সে কষ্ট পাবেনা আপনার থেকে।

মুক্ত করে দিয়ে ভালবাসা যায়, আপনি ভালবাসলেন একা, সে জানলো না, বিরক্ত ও হলনা।

হয়ত আপনার কিছু দিনের আপনাকে পাওয়ার অভ্যাস তাকে জ্বালাতন করবে। সে ঠিক করে নিবে কোন এক সময়।

কিন্তূ আপনার কি হবে? তাকে ভাল রাখার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনি একা আত্মা।

আপনার বোবা আর্তনাদ হবে, কষ্ট পাবেন, শেষ হয়ে যাবেন, একা একা ভালবাসবেন, মিস করবেন।

তবুও তাকে আর কষ্ট পেতে দিবেন না আপনার মাধ্যমে।

একটাই কথা হবে আপনার, সে যেন খুব ভাল থাকুক।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts