সুর

তোমার কি কেউ কখনও খোঁজ নিয়েছে?

তোমার দুঃখ গুলো শুনতে চেয়েছে?

বলেছে কি তোমার দুগাল ভিজে যায় কেন, যদি আমার জন্য হয়, তাহলে একশ জনম তোমার জন্য লিখে দিলাম আমাকে।

প্লীজ তুমি আমাকে তোমার অন্তর দাও, আমি দুঃখ গুলো ভাসিয়ে দিব।

কেউ কি তোমার বুকে মাথা রেখে, তোমার হৃদয় স্পন্দন শুনতে চেয়েছে।

তোমার শরীরের পশম গুলো শির শির করে উঠেছে তার আবেশে?

নাকি ঘরের কোনে চুপটি মেরে, মুখ ফুলিয়ে কাঁদো?
আর বল আমাকে যদি কেউ একটু ভালোবাসতো?

তুমি জানো তোমার অন্তর কেউ ছুয়ে দেখবে না, তোমার ব্যথাগুলো ভুলিয়ে দেবে না।

তুমি ভালবাসবে তাকে, একা, অনন্তকালের জন্য।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts