মায়ামৃত্

কার আসবে যাবে? যেখানে চিত্ত শুধু আমার।
মলিন মৃৎ চিত্ত, রাতের শিশির কনার মত চুয়ে পরে।

গল্প আমার ভালবাসা আমার, ক্ষত পাথর মৃত্। তিমির বুকে ভাসিয়ে বেড়াই নীরব অন্তরালের গল্প।

ইচ্ছে গুলো ছাই হয়ে যায়, ছুঁতে পারিনা। সংকটে আমার বিকীর্ণ অন্ত আত্মা।

কি অভিলাষ, কি নিপীড়ন। মন বুঝেনা মন পোড়া ঘ্রাণ।

নীরব চোখের পাশ বেয়ে গড়িয়ে পরে রোদন বারো মাস। তুমি ভীষণ খবর রাখো, যেখানে আমি শূণ্য।

তোমার হরিণী চোখের কোণে, জাকজমোক হাস্য খেলে। বোবা মন নিরবে ঝড়ায় বেদনার শিশির বিন্দু।

খামখেয়ালী ভালবাসা, অপূর্ণ সব ইচ্ছে মায়া সবই এখন বন্ধি খাঁচা।

কি নিয়ে গল্প করি, লেগে যায় দ্বিধা দ্বন্ধ। ভুলের মাশুল দিতে হয় জানি কিন্তু তোমার দরজা বন্ধ।

আকাশের বিশাল পণে চেয়ে ভাবী, তুমিও কি ভাবছো? বাতাসের মাঝে ছড়িয়ে দিই আমার যত আভাস।

আঘাত আমার কানায় কানায়, বললে কিছু দিন-রাত বয়ে যায়, ঠাই মিলেনা তোমার পাড়ায়।

প্রতি দীর্ঘশ্বাস জানে, ব্যাথা কোথায়, জোৎস্না জানে রাত কোথায় হারায়।

তোমার মৃদু কন্ঠ বাজে , আমার বিশাল অনন্ত মায়ায়।

ছক এঁকেছি বিদায় নেবার, তুমি আর পাবেনা আমায়, ব্যাথা আর দিবনা তোমায়।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts