পাঁজর বেয়ে হৃদয়ের ব্যথার রক্তক্ষরণ হয়। হারিয়ে যায় ব্যথার মিছিলে।
আপনি কাউকে ভালবাসেন, খুব বাসেন। ইচ্ছে করে তার কাছে সব সুখ দুঃখ জমা রাখতে।
আপনাকে হয়ত তার ভাল লাগে, কিন্তু ভালবাসতে পারেনা। আপনার হৃদয়ের ক্রন্দন শুনেনা।
আপনার গাল বেয়ে দুঃখ নামার সাক্ষী হতে চায়না। আপনার ভিতরে জ্বলা তীব্র ব্যথার দাবানল ছুঁতে পারেনা।
আপনার খাম খেয়ালী অভিমানের পাত্তা নেই তার কাছে। আপনার তার সাথে কথা বলার আকাঙার
মাইনে নেই তার কাছে।
আপনি কাউকে ভালবাসছেন সে আপনাকে ভালবাসেনা। আপনার প্রতি তার কোন টান অনুভব হয়না। ভালবেসে এসে জড়িয়ে ধরেনা। আপনাকে মিস করেনা। আপনার সাথে কথা বলার আগ্রহ দেখায় না।
তার জীবনে আপনি না হলেও তার যায় আসেনা। আপনার ভূমিকা নেই তার কাছে।
তবুও আপনি ভালবাসেন, মিস করেন, খুব মিস করেন। অপেক্ষা করেন, মূল্য পান না। একা একা নিজেকে শতবার দোষারোপ করেন। নিজেকে বদলে ফেলার হাজার হাজার চেষ্টা করে বিফলে যান।
ঘরে ফিরেন একা, দুঃখ গুলো গায়ে জড়িয়ে মিলিয়ে যান একাকীত্বের মাঝে। শত শত স্বপ্ন অনুভূতি ভালবাসা ভেসে যায় ধুলোয়। কেউ দেখেনা কেউ বুঝেনা। যেখানে শুধু আপনি এবং আপনার নির্বাক অনুভূতি।
রক্তক্ষরণ
র