স্পর্শে অনুভব

অনুভবে খুব ভালোবাসা যায়। স্পর্শ করার স্বাদ উপভোগ করা যায়।

জানো! বাইরের বাতাসে আমি তোমার স্পর্শ অনুভব করি। মনে হয় এই বাতাসে তোমার হাতের ছোঁয়া, তোমার শরীরের গন্ধ লেগে আছে।

মনে হয়, বাতাসে তোমার চুম্বন লেপ্টে আছে যেটা আমি অনুভব করি। আমি অনুভব করি তুমি ওই চাঁদ টাই দেখছো, যেটা আমি এখন দেখছি।

তোমার শুভ্র হাতের স্পর্শে ছুঁয়ে যাওয়া নদীর জল, সে সলিল আমি ছুঁয়ে তোমাকে অনুভব করি।

অনুভব করি তুমি যে পথ দিয়ে তোমার পদচিহ্ন রেখে গেছো, সেই পদচিহ্ন এ হেঁটে হেঁটে তোমাকে অনুভব করি।

কি অদ্ভুত মায়া, কি অদ্ভুত তোমার স্পর্শ। আমি ইচ্ছে করলেই অনুভব করতে পারি তোমাকে।

কারণ এটা যে শুধু আমার ব্যক্তিগত অনুভব, যা শুধুই আমার।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts