কল্পনা

আমি যদি কল্পনা না করতে পারতাম তাহলে কবেই মরে যেতাম।

আমাকে বাঁচিয়ে রেখেছে এই আঁধার ঘেরা কল্পনা।

আমার একটা কল্পনার দুনিয়া আছে, আমার মত অনেকেরেই আছে হয়ত।

বাস্তব জীবনে যখন সব কিছু ফিকে লাগে, মিথ্যে হয়। তখন মানুষ কল্পনার একটা পৃথিবী তৈরি করে। সেখানে সে নিজের ভালোলাগা, ভালোবাসা, নিজের মত করে জীবন দেয়।



আপনি জানেন এগুলো মিথ্যে এর কোন মানে নেই। এগুলো হয়না তবুও বিভোর হয়ে স্বপ্ন দেখেন, কল্পনা করেন।

নিজে হাসেন, নিজে কাদেন। কেউ নেই শুধু আপনি একা এবং আপনার বানানো পৃথিবী।

যাকে আপনি বড্ড ভালবাসেন, হয়ত সে আপনাকে বাসেনা অথবা সেরকম পাত্তা দেয়না।

তাকে ঘিরে যে পৃথিবীটা আপনি বানান, তার মর্ম আপনিই শুধু উপলদ্ধি করতে পারেন।

আপনি তাকে নিয়ে অনুভব করেন হাজার রঙিন সুখ, জড়িয়ে ধরেন ইচ্ছে হলেই, চুমু খান, কখনও চেয়ে থাকেন, কখনও খোঁপায় গুঁজে দেন শিউলী ফুল, হাফিয়ে উঠলে কোলের উপর শুয়ে পড়ে দুঃখ বিলাস করেন, ইচ্ছে হলেই চেয়ে থাকেন মুখটি পণে, ইচ্ছে হলেই রান্না ঘরে পিছন থেকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলেন, আজ একটু খাইয়ে দিবে আমাকে লক্ষ্মীটি, কেউ বাধা দেওয়ার নেই। কেউ বলেনা এই আমি তোমাকে ভালবাসিনা, তোমার প্রতি আমার কোন অনুভূতি নেই। কিন্তু এই পৃথিবীতে সে যে শুধুই আপনার।

আপনাকে ভালোবাসেনা আপনি জানেন, তবুও কি অদ্ভুদ ভাবে আপনাকে সে ভালবাসে বানিয়ে ফেলেন মিথ্যে পৃথিবীতে।

একটা মিথ্যে দুনিয়া আপনাকে বাঁচিয়ে রাখে, আপনাকে জীবন দেয়।

আপনি কাউকে কোনদিন বুঝাতে পারবেন না, কি ছিল এই পৃথিবীতে, কেউ জানতেও চাইবেনা জানেন? কেউ তো আপনার আত্মার আত্মা না, কেউ তো আপনাকে বুঝেনা। কেউ আপনার হৃদয় খুঁড়ে না। কেউ আপনার ব্যথা দেখেনা। আপনি একটু মুচকি হেসে সবাইকে বুঝিয়ে দেন আপনি খুব ভাল আছেন, আপনার কোন ব্যাথা নেই।

এই মিথ্যে দুনিয়া কখনও বুঝবেনা আপনাকে। আপনি একা শুধু একা যতদিন কেউ আপনার এই মিথ্যে পৃথিবী ভেঙে সত্যি বানিয়ে না ফেলে। কিন্তু তা না হওয়ার সম্ভাবনা শতভাগ।

রাত পেরোলেই দিনের আলোয় ভেঙে দেয় গহীন অন্ধকারের গোপন পৃথিবীটা, আবার ব্যস্ত হয়ে পরেন ক্লান্ত মন নিয়ে।

দিন শেষে আবার ক্লান্তি যখন আরাম করে চোখে, অমনি করে ভেসে উঠে গোপন পৃথিবীটা। চলতে থাকে মাস, বছর, শতাব্দী।

অশ্রু ঝরে আকাশের বুক বেয়ে, বেরিয়ে আসে আবেগ, দুঃখ , ক্লান্ত হৃদয়ের ব্যাথা। নিস্তব্দ।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts