গল্পঃ হলেও সত্যিই? 😅
একটি অনুষ্ঠান সেখানে তোমার উপস্থিত থাকবেনা তা হয় বল! আমি জানি তুমি দিব্যি ভাল আছ, তোমার নব্য প্রেমিক কে নিয়ে। কিন্তু জান?
আমি সত্যি তোমাকে চেয়েছিলাম। খুব চেয়েছিলাম।
কিন্তু আমি কি জানি, আমার একটু কমতি হলেই তুমি অন্য কারো হয়ে যাবে।
বোকা আমি ভাবতাম আমাকেই তুমি ভালবাস, আমি এই তোমার সব।
আমার সেই অনুষ্ঠানে যাওয়ার মানে কি তাহলে! পেট পুরে খেতে?
ধুর! অবশ্যই তোমাকে দেখার, তোমাকে পাবনা জেনেও তোমাকে পাওয়ার তীব্র আকাঙা নেওয়ার।
তুমি জান? আমি না, ভুলে অন্য পথে চলে গিয়েছিলাম, এই ভুল না গেলে হয়ত তোমার সাথে কখনও কোনদিন দেখা হতনা। মিরাকেল আর কি।
সে অনেক পথ পারি দিয়ে যখন নদী পারে রাস্তার মোর নিয়ে লঞ্চ ঘাটার দিকে অগ্রসর হব। হঠাৎ বুকটা ধুক করে অজানা ভয়ে কেপে উঠলো।
সামনে যতনা – একপা দুপা করে আগাচ্ছি, একটি মেয়ে ও ৩-৪ জন ছেলে দাড়িয়ে থাকতে দেখেছি।
আর বুকটা আরও ধুক ধুক করে কাপতে শুরু করল, আচ্ছা এই কি তুমি? তুমি তোমার সেই নব্য প্রেমিক! সত্যিই?
প্লিজ প্লিজ এটা যেন তুমি না হও। এভাবে ভেবে আগাচ্ছি আমি।
তুমি জান, তোমার প্রেমিক আমার নজরে বার বার নজর মিলাচ্ছিল।
আর তুমি ছিলা তোমার প্রেমিকের বাহুডোরে। তোমাকে চাদর পড়িয়ে দিচ্ছিল। তোমাকে আদর করছিল।
জানো আমি সত্যিই তখন নিজেকে বুঝাচ্ছিলাম এটা তুমি না, অন্য কেউ।
কিন্তু তবুও তো আমি জানি, আমার মন জানে এটাই তুমি।
তুমি তখনও আমাকে দেখোনি, লঞ্চ এল, আমি এগিয়ে ঘাটের নিচে নেমে নদীর দিকটাতে তাকিয়ে ছিলাম কিছুক্ষন, আমি অনুভব করতে পেরেছিলাম, তুমি আমাকে পিছন থেকে দেখতেছ।
সবাই উঠলাম, আমি কেন জানিনা, তোমার চোখে একবার তখন তাকিয়ে ছিলাম। তুমি হয়ত একটু দেখেছিলে আমাকে।
তারপর, আমার ধুক ধুক থেমে গেল, মনে হল আমি শীতের হীমেল হওয়ায় একদম পাথর হয়ে গেছি। কিছু অনুভব করতে পারছিনা, মনে হয় যেন মরে যেতে পারতাম।
আমি জানো, তোমাদের মিষ্টি প্রেম দেখেছি। তোমাদের খুব হাসতে দেখেছি। তোমাদের দুজন-দুজনকে ভালবাসতে দেখেছি।
আমি আর তখন কিছু ভাবতে পারিনি।
পাথর হয়ে কিছু সময় কাটিয়ে দিলাম। লঞ্চ ভিরলো, সবাই নেমে গেল, হঠাৎ হুশ হল, ওহ হ্যাঁ আমারও নামতে হবে।
নেমে হেঁটে চলে যেতে চাইলাম তোমার থেকে খুব দূরে। ক্ষণিক বাদে তোমার চোখে আমার চোখ কিছু সময়ের জন্য একবার পড়েছিল। আমি ইচ্ছা করেই না বোঝানোর ভান করছিলাম।
কিন্তু জান আমার ইচ্ছা করছিল, তোমাকে বাইক থেকে নামিয়ে জোরে বুকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধুই আমার।
কিন্তু আমি জানি, তুমি তোমার বেস্ট মানুষকে পেয়ে গেছ। তোমার ভালোবাসাকে পেয়েছ। তুমি খুব হ্যাপি আছ।
আমি তোমাকে অনুষ্ঠানে দেখার জন্য ছটফট করছিলাম, তুমি আসোনি, আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি।
চলে আসছিলাম, আর তারপর সব নিচ্চুপ, ৫ টি দিন আমি , তুমি ও তোমার প্রেমিকের ভালবাসার মোমেন্টস এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি।
আমি তোমাকে কোনদিন ভুলতেও চাইনা।
তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছ, যা সত্যিই তা, মিথ্যেও হতে পারে।
ভালবাসা, কাছে থাকার প্রমিজ, তোমাকে ছাড়া কিছু চাইনা বলা কথা, সব কিছু ভুলে নতুন করে জীবন সাজাতে হয় যেভাবে।
বিশ্বাস টা একদম ভেঙে চুরমার করে দিছ। আর শক্তি নেই।
আমি জানি আমি তোমাকে বিরক্ত করছি। আর করবনা বন না।
রাত ১ টা বেজে ৪ মিনিট, শেষের লাইন লিখে একটু আলসে দিয়ে প্রত্যয় বলে উঠল, এইসব জিনিস কে লিখে ভাই। তাও গল্পঃ আকারে অনলাইন আজকের পত্রিকাতে প্রেম ক্যাটাগুরিতে। যাক, আমার যেন এরকম উদ্ভট ঘটনা না হয়। কম্পিউটার কে সময় দিয়ে পারিনা আমার আবার প্রেম। হাহাহা।