ভালবাসে

মানুষ ভালবাসে, তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য। লেগে থাকে এবং হয়ত তার প্রিয় মানুষ কোন এক সময় তাকেও ভালোবাসে।

অল্প কিছু মানুষ আছে সে জানে তাকে, তার ভালোবাসার মানুষ কখনও ভালোবাসবেনা।

সে তবুও তাকে ভালোবাসে। তবুও প্রিয় মানুষের ভালোবাসার সাধ অনুভব করে। একটু কথা বলতে পারলেই যেন। কণ্ঠ নালি ভিজে উঠে।

শত বাধা শত কষ্ট সব কিছু উৎরে উঠে শুধু তাকেই ভালবাসে।

যদি তাকে আপনি জিজ্ঞেস করেন, তুমি কেন তাকে ভালোবাসো। তোমাকে সে ভালোবাসেনা, তোমাকে ভালোবাসতে চায়না। তোমার অনুভূতি বুঝতে চায়না। তবুও কেন তুমি তাকেই ভালবাস?

উত্তরে বলবে, আমি তো তাকে ভালোবাসি। আমি ভালোবেসে কিভাবে না ভালবেসে থাকব। আমি তো তার হয়ে গেছি। আমি তার মাঝে হারিয়ে গেছি। আমি তাকে ভালবেসে ফেলেছি। আমি পারবোনা তাকে ভুলে যেতে।

এদের কোন চাওয়া পাওয়া নেই। এরা জানে কেউ এদের ভালোবাসবে না। তিমির অন্ধকারের মত জীবন তাদের।

এরা নিশাচর, রাত ভর কল্পনাতে গল্প করে। অনুভূতি গুলো জাপ্টে ধরে শুয়ে থাকে। বালিশ জানে কত দুঃখ এদের।

তবুও তারা ভালবাসে, মন প্রাণ দিয়ে ভালবাসে। প্রহর গুনে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত। মলিন মৃৎ প্রাণ।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts