হৃদয় কে যদি পরিমাপ করানো যেত, কত ব্যাথা লুকোনো আছে। বোকা প্রেমিকরা তাহলে মাপকোঠাকে পিছিয়ে ফেলত।
কি দারুন সৃষ্টি। হৃদয়ের ব্যাথা আপনার পুরো জীবনকে উপলব্ধি করিয়ে দেয়। কি ছিলেন কি হয়েছেন।
কারো হৃদয় ভাঙ্গে, কারো হৃদয় গড়ে, কারো হৃদয় ভেঙে বেরিয়ে আসে কান্না।
কেউ দেখাতে পারে, কেউ বুঝাতে পারে, কেউ সয়ে যায় জীবন ভরে।
যার হৃদয়ের ব্যাথা দেখার কেউ নেই, সে পৃথীবির সবচেয়ে অভাগা। নিজেকে মৃত্যু মানব মন হয়।
হৃদয় হয়ত এক সময় পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। আগুন ছাড়া তখন চলতে পারেনা। তখন এই ব্যাথাই হয় হৃদয়ের ভালোবাসা।
এই ভাঙ্গা হৃদয় চাইলে কেউ খুব ভালবেসে রঙিন করতে পারে। কেউবা আবার এসে ভাঙা হৃদয়টাকে আবার চূর্ণ বিচূর্ণ করে ফেলে।
ভালোবাসা তখন ফিকে লাগে, হৃদয় হারিয়ে যায় হৃদয় থেকে।
হৃদয় তখন স্তব্দ হয়ে যেতে চায়, মুছে ফেলতে চায় আপনার সব ভালোবাসা। বিদায় নিয়ে ভেসে যেতে চায় মহাবিশ্বের অন্তর্জালে।
হৃদয়
হ