মুহূর্ত


জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত প্রিয়জনের সাথে কাটানোর থেকে বেশি সুখ আর হয়না।

আপনি কাউকে খুব বেশি ভালবাসেন। তার সাথে ইচ্ছে হবেনা সুন্দর একটা সময় কাটাতে? এবং সেই সময় যদি হয় শুধু আপনার আর তার।

সুন্দর মুহূর্ত তখনি সুন্দর হয়, যখন আপনার প্রিয় মানুষটি হৃদয়ে হৃদয় রেখে পাশে থেকে আপনার সাথে উৎযাপন করে।

এর থেকে জীবনে আর প্রাপ্তির কি আছে? এর থেকে সুখের আর কি আছে জীবনে?

আবার কিছু অভাগা থাকে, তাদের প্রিয় মানুষ থাকতেও তাকে ছুঁতে পারেনা, তার সাথে নিজেকে মিশাতে পারেনা, তার হৃদয়ে নিজের অবস্থান টা ঠিক রাখতে পারেনা।

এটা হলো গুরুত্ব অথবা স্পেশাল মানুষ হওয়া। আপনি তাকে আপনার জীবন ভেবে বসে আছেন অপরপাশে আপনার জন্য তারা বিন্দু মাত্র মায়া হয়না। আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ন মানুষ মনে হয়না।

এইযে এক তীব্র কষ্ট আপনাকে দিনে দিনে শেষ করে ফেলবে।

কি অভাগা এই মানুষ গুলো, জীবনের সব টুকু দিয়ে ভালবেসেও তার প্রিয় মানুষের কাছে স্পেশাল হতে পারেনা।

গোলাপের পাতার মত শুকিয়ে যায় চোয়াল। নিজেকে অসহায় লাগে। তীব্র ক্ষোভ অনুভব হয় নিজের উপর। কেন আমার এত ভালবাসতে হবে তাকে।

এরা কোন উত্তর পায়না, নিজেকে আর ভালবাসতে পারেনা। হারিয়ে যায়। মৃতু মিশিল নিয়ে বের হয়।

তিমির বুকে নিশাচর হয়ে পারি দেয় দক্ষিণ হওয়ায়।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts