নির্বাক

আসলে কি লিখবো, বুঝে উঠতে পাচ্ছিনা। কি করা উচিত, কেন করা উচিত, উত্তরের নাগাল নেই। মনে হচ্ছে প্রকট বিদ্যুতের প্রবাহ, আমার সারা শরীরে বইছে। ক্লান্ত পথিকের পরিশ্রান্ত দেহের মত, আমার মন মরে আছে।

শক্তি নেই, বুদ্ধি নেই, কথা নেই, কোন সুর নেই। নির্বাক যেন আমাকে হতেই হবে, লুপ্ত হয়েছে সর্বস্ব।


যেটা হবেনা, সেটা ভাবতে দারুন ভাল লাগে। ভাবতে পারি অনেক, কিন্তু বলতে পারিনা, কারন আমি তো নির্বাক। ফিরিয়ে কি পাওয়া সম্ভব না প্রাঞ্জল, চঞ্চল প্রান?

বাকরুদ্ধ হয়ে যদি সত্যি কোনদিন কিছু না বলতে পারি?

চাপা ব্যথা যদি অনুভব করে করে একদিন বিলীন হয়ে যাই? এতে আদোই কিছু কি হবে? হাহাহা, বোকা আমি আসলেই বোকা।

লেখকের সম্বন্ধে

Sujit

I am me, me who hide thousands of words.

মন্তব্য করুন

Recent Posts