যেখানে তোমার আমার, হয়তো হতো মিলন মেলা।
সেখানে শুধুই রয়ে গেছে, বিচ্ছেদের খেলা।
যেখানে প্রতিটা দিন তোমাকে শুনে ঘুমিয়ে পড়তাম আনমনে,
সেখানে নেই তুমি , আর তোমার শব্দগুলো বাজেনা আমার কানে।
যেখানে তোমার জন্য আমার ছিল, মিষ্টি হাসির ঝল,
সেই তোমার জন্যই, আমার চোখের কোনে একটুখানি জল।
যেখানে তুমি ছিলে শুধুই, শুধুই আমার,
সেখানে না আমার মন মানে না, যে তুমি কখনো ছিলে না আমার।
যেখানে আমি লিখতে পারিনা কোন কিছুই,
সেখানে তোমাকে ভেবেই, লিখছি কি বুঝিনা আমি নিজেই।
যেখানে সেখানে
য