তোমার চুলে বাঁধব বেণী, গুঁজে দিব দোলনচাঁপা।
তোমায় নিয়ে ভাবব আমি সারা দিন বেলা।
তোমার দেওয়া কষ্ট গুলো দিয়ে সাজিয়ে নিব আমার পৃথিবী।
তোমাকে না পাওয়ার ব্যাথা নিয়ে আমি বানাবো আপন নীর।
তোমায় দেখতে ভীষন ইচ্ছে হলে, রইব চেয়ে আকাশ পণে।
তোমার দেওয়া স্মৃতি দিয়ে আগলে রাখবো আমার ভালোবাসার শহর কোনে।
তোমাকে ভেবে জোনাক পোকার কাছে গাইব গান।
তোমায় নিয়ে কল্পনায় আমার পাল তোলা নৌকো নিয়ে দিব ভাষাণ।
তোমায় ভেবে ভেবে যদি চলে যাই বহু দূরে, বুঝে নিব আমি বেসেছিলাম ভালো খুব তোমায় আনমনে।
তুমি আমার হয়ে থাকবে সহস্র শত শতাব্দি। আমার পৃথিবীতে তুমি আমার, আর আমি সম্পূর্ন তোমার।
আমার ভালোবাসার পাখি।